মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে “বাংলা থেকে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব কানিজ ফাতেমা এনডিসি। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শিরীন আখতার ও উপব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মোঃ জামিনুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব গৌতম সাহা। আলোচনা সভায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক, নির্বাহীবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।
এএ