রাজধানীর লালবাগ থেকে আশিষ দাস (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে খবর পেয়ে নগর বেলতলির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই ওয়াহিদুজ্জামান।
লালবাগের বাসিন্দা মৃত সুধীব চন্দ্র দাসের ছেলে আশিষ। দুই ভাইয়ের মধ্যে ছোট আশিষ একটি ব্যাংকের অফিস সহকারী ছিল।
এসআই ওয়াহিদুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে; অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ বলা যাবে।
মৃতের ভগ্নীপতি দীপক কুমার দাস জানান, সন্ধ্যায় সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিংয়ের শাড়ি বেঁধে গলায় ফাঁস দেয় সে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তবে কী কারণে ফাঁস দিয়েছেন, স্বজনরা বলতে পারেননি।