ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের দর বেড়েছে ১৭ দশমিক ০২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের দর বেড়েছে ১৬ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি ল্যাম্পসের ১৪.৩৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১৩.৫০ শতাংশ, আরামিট সিমেন্টের ১৩.৪৭ শতাংশ, এপেক্স ট্যানারীর ১৩.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ১২.৬৭ শতাংশ, এম্বি ফার্মার ১১.৭৮ শতাংশ এবং বিডি অটোকারের ১১.৫৫ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস