ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৬ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের দর কমেছে ১৪ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দর কমেছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেনিনসুলা হোটেলের ১১.২১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৯.৭১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৯.৩৩ শতাংশ ও ফারইস্ট ইসলামি ইন্স্যুরেন্সের ৮.৮৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস