ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৩২টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫০১ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৪০৭ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৬৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২২৫ কোটি ৮৫ লাখ ১৬ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১১০ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকার, রহিমা ফুডের ৮৯ কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৮৪ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার, সোনালী পেপারের ৮১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৮০ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮০ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস