ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার জেরে রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কা ও নিম্ন মজুদের কারণে শুক্রবার সাড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে নিকেলের দাম। বিশেষ করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে শিল্প ধাতুটির সরবরাহ সংকটের উদ্বেগ তৈরি করেছে। খবর বিজনেস রেকর্ডার।
তিন মাসের চুক্তিতে সরবরাহ করার জন্য লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) নিকেলের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। এ সময় প্রতি টন নিকেলের দাম দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৫ ডলার। চলতি বছরের ২৪ জানুয়ারির পর এটি পণ্যটির সর্বোচ্চ দাম। চলতি সপ্তাহের জন্য শিল্পধাতুটির দাম বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশের মতো। মার্চে সরবরাহের জন্য সাংহাই ফিউচার এক্সচেঞ্জে নিকেলের দাম বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। এ সময়ে শিল্পধাতুটির প্রতি টনের দাম দাঁড়ায় ১ লাখ ৭৮ হাজার ২২০ ইউয়ান (২৮ হাজার ১৪০ ডলার ১৫ সেন্ট)।
বৃহস্পতিবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) কূটনৈতিক জোসেপ বোরেল। দেশটির সৈন্যরা ইউক্রেন সীমান্তের দিকে অগ্রসর হওয়ায় এমন সম্ভাবনার কথা জানায় ইইউ।
সানবিডি/এনজে