কক্সবাজারের টেকনাফ থেকে বিদেশি অস্ত্র-গুলিসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি ও ৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার তাদেরকে রোহিঙ্গা শিবির থেকে আটক করা হয়ে বলে জানিয়েছেন কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
আটকরা হলেন টেকনাফের ২২ নং ক্যাম্পের সি-ব্লকের মৃত দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ শফিক প্রকাশ হাফেজ শফিক (২৬), ডি ব্লকের কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও বি ব্লকের মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহমেদ (৫১)। তারা রোহিঙ্গাদের সন্ত্রাসী দল ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে টেকনাফের উনছিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের এসব অস্ত্রসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইসলাম গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয় থাকার কথা স্বীকার করেছে। এসব অস্ত্রসহ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।