রাজধানীর নয়াপল্টনের মসজিদ গলি এলাকায় বাসা থেকে মহাম্মদ শামসুদ্দোহা রুহান (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। তিনি প্রয়াত মুস্তাফিজুর রহমানের ছেলে।
নিহতের ভাই রায়হান বলেন, সন্ধ্যায় বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রুহান। অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় আমরা এক পর্যায়ে লক ভেঙে ফেলি। ভেতরে গিয়ে দেখি সে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে, এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।