বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানী নির্ভরতা কমাতে দেশে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরী করবে সরকার। পেঁয়াজ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতি বছর সঠিকভাবে সংরক্ষণের অভাবে ২৫ ভাগ পেঁয়াজ নষ্ট হচ্ছে।
রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সুজন ও ইউএনডিএফএফের উদ্যোগে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার শিক্ষা, শোভন কর্মসংস্থান ও জেন্ডার সমতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এসময় উত্তরাঞ্চলের বাণিজ্য উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও পঞ্চগড়ে চায়ের তৃতীয় অকশন সেন্টার নির্মাণে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যরা।
এতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারী উন্নয়ন সংস্থা ও সাংবাদিকরা অংশ নেন।