খাগড়াছড়ির রামগড়ে নিজ বাসা থেকে রুমা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রহিম(৩৫) নামে ওই নারীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটকের পর মাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে ছেলে ইব্রাহিম।
শনিবার রাত ১০টার দিকে রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত রুমা বেগম চৌধুরিপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বকাঝকা করে মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সে বাড়িতে এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মা রুমা বেগম টয়লেট থেকে বের হওয়া মাত্র ইব্রাহিম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর সে মাকে উপরে তুলে মাটিতে এলোপাতারি আছাড় মারতে থাকে। এতে তার নাক, মুখ ও মাথা থেঁতলে যায়। অধিক রক্ত ক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় বাড়িতে আর কেউ ছিল না। মাকে হত্যার পর ইব্রাহিম বেহুঁশ হওয়ায় ভান ধরে ঘরের খাটের উপর শুয়ে থাকে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলে মো: ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে। তার গায়ে পড়নের গেঞ্জিতে রক্ত মাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রবিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
এম জি