বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও অপশাসনের মাধ্যমে সরকার দেশে মানবসৃষ্ট দুর্যোগ তৈরি করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে দুর্নীতির পক্ষে জোরালো অবস্থান দেখা যাচ্ছে। এতে স্পষ্ট যে, সরকার দেশ পরিচালনা করে না। নির্লজ্জের মতো ক্ষমতা ধরে রেখেছে ক্ষমতাসীনরা।
রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, আওয়ামী সরকার দেশকে পেছনের দিকে টেনে নিয়ে গেছে। গত ১২ বছরে দেশের মানুষকে আরও গরীব বানিয়েছে এই সরকার। এ সময় একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করার কথা বলেন তিনি।
এম জি