তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে তুষারপাতে বাংলাদেশি নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ১৮:০০:৫৫
তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে তীব্র তুষারপাতে আমিন উল্ল্যাহ সুমন (২৫) নামের বাংলাদেশি এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ৩১ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ সুমন ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ ব্যাপারে সুমনের বড় বোন নাসিমা আক্তার জানান,সোনাগাজীর চরশাহাভিকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন সুমন। ২০১৯ সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান যান তিনি। দুই বছর সেখানে থাকার পর সুমন তুরস্ক চলে যান।
তিনি বলেন,সুমন সিলেটের এক দালালের সাথে ১০ লাখ টাকা চুক্তি করে একাধিকভার তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। গত ৩১ জানুয়ারী আমাদের জানিয়ে চতুর্থবারের গ্রিসে যাওয়ার চেষ্টা করে। তারপর থেকে পথে আমরা সুমনের কোনো খোঁজ পাচ্ছিনা। গত সপ্তাহে গ্রিসে যাওয়ার পথে ফেনী পৌরসভার বারাহিপুর গ্রামের শাহিন নামে যুবক তুষারপাতে মৃত্যুর খবর জানার পর আমরা সুমনকে নিয়ে চিন্তায় আছি।
এ বিষয়ে সুমনের বাবা আবুল কাশেম বলেন, ২০ দিন ধরে ছেলের খোঁজ-খবর না পেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ও মুঠোফোন নম্বর দিয়ে সন্ধান চাই। কিন্তু তার কোন খবর পাচ্ছিনা।
তিনি আরও বলেন, তুরস্কে থাকা সুমনের কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগ করলেও তারা কোন খবর জানাতে পারেনি। তিনি সুমনের সন্ধান পেতে সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
সুমন তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন চরদরবেশ ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
সানবিডি/এনজে