ইউক্রেনের সংকটে প্রভাব পড়েছে আমেরিকার পুঁজিবাজারে। বিশ্বের সবচেযে বড় অর্থনীতির দেশে আমেরিকার শেয়ার বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে ওয়াশিংটন এবং রাশিয়ার মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা প্রতিরক্ষামূলক খাত, বন্ড এবং সোনার মতো নিরাপদ শেয়ারের দিকে মনোনিবেশ করছে। এতে এসএন্ডপি-৫০০ এর সূচক কমেছে অপ্রত্যাশিতভাবে। যা দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট বা নিউ ইয়র্ক এর পুঁজিবাজারে প্রযুক্তি এবং যোগাযোগ পরিষেবা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম সব চেয়ে বেশি হ্রাস পেয়েছে। একই সাথে আর্থিক খাতের শেয়ার দাম কমেছে সমান তালে।
এদিকে আমেরিকার শেয়ার বাজারে ডিফেন্সিভ ইউটিলিটি এবং কনজিউমার স্ট্যাপল খাতের শেয়ারের দাম বেড়েছে। এসব খাতের শেয়ারের দাম বেড়েছে ৪.০১ শতাংশ পর্যন্ত।
ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল’র শেয়ারের দাম গড়ে ৬২২.২৪ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ কমে ৩৪,৩১২.০৩ পয়েন্টে অবস্থন করছে। এছাড়া এসএন্ডপি-৫০০ কমেছে ৯৪.৭৫ পয়েন্ট বা ২.১২ শতাংশ। যা বর্তমানে ৪,৩৮০.২৬ পয়েন্টে অবস্থান করছে। এদিকে নাসডাক কম্পোজিট সূচক ৪০৭.৩৮ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ কমে ১৩,৭১৬.৭২-এ দাঁড়িয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ