ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে দু’জন মারা গেছেন। তারা হলেন ট্রাকচালক আলমগীর হোসেন ও জজ মিয়া। এ ঘটনায় বাকি দগ্ধদের অবস্থাও আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ ১১ জনের মধ্যে সাত জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এর মধ্যে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর এবং সোমবার ভোরে জজ মিয়া মারা যান। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জমান বলেন, মরদেহ দুটি ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) ফতুল্লার আলীগঞ্জ এলাকায় জজ মিয়ার বাড়ির সামনে ট্রাকমালিক বাতেন সিলিন্ডার থেকে গ্যাস বের করছিলেন। এসময় পাশে আরেক ট্রাকচালক আলমগীর সিগারেট ধরাচ্ছিলেন। এরপরই বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়। পরে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় সাত জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।
এম জি