আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দলের খেলোড়ারদের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল-এর অষ্টম আসরে সাকিব আল হাসান-এর ফরচুন বরিশালের হয়ে খেলা ২৩ বছর বয়সী মারকুটে ওপেনার মুনিম শাহরিয়ার দলে ডাক পেয়েছেন। মুনিম ছাড়াও ১৪ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের হয়ে সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া ইয়াসির আলী।
বিপিএলের পর্দা নামতেই জাতীয় দলের ব্যস্ততায় ক্রিকেটাররা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-২০ খেলবে বাংলাদেশ। যার শুরুটা বন্দরনগরী চট্টগ্রামে ওয়ানডে সিরিজ দিয়ে । আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় টাইগাররা।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ২ ও ৩ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম।
এএ