মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ওই দুই নারীর বাড়ি মাদারীপুর বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বালিগাঁও বাজার এলাকা থেকে সিরাজদিখানের বালুচর যাচ্ছিল একটি ইটবাহী ট্রাক। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দুই নারীসহ এক শিশুকে নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই ব্রিজের সামনে ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। তবে তাদের সঙ্গে থাকা শিশুসন্তান (০২) সুস্থ আছে।
টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায়। নিহত দুই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এম জি