গলায় ছুরি ঠেকিয়ে, প্রাণের ভয় দেখিয়ে কল-সেন্টারে কর্মরতা এক তরুণীকে ধর্ষণ করল দুই দুষ্কৃতী। গত শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এন এস মেঘারিখ জানিয়েছেন, বছর কুড়ির ওই তরুণীকে ৩ অক্টোবর রাতে দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুতে গণধর্ষণ করা হয়।
ধর্ষিতা ওই তরুণীর বাড়ি মধ্যপ্রদেশের গ্বালিয়রে। বেঙ্গালুরুতে একটি কল-সেন্টারে কাজ করেন তিনি। কর্মসূত্রে তিনি তাঁর বোনের সঙ্গে ওই শহরেই থাকেন। ওই দিন রাত সাড়ে ন’টায় তিনি অফিস থেকে একটি বেসরকারি মিনিবাসে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে মোটরবাইকে দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয়। তরুণীর অভিযোগ, বাসচালক সেই সময়ে তাঁকে অপেক্ষাকৃত নির্জন একটি রাস্তায় নামিয়ে বাস নিয়ে চলে যায়। তার পর, গলায় ছুরি ঠেকিয়ে, প্রাণের ভয় দেখিয়ে পর পর তাঁকে ধর্ষণ করে দুই দুষ্কৃতী। ঘটনার পর মাদিবালা এলাকার একটি মন্দিরের কাছে তরুণীকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
এর পর ওই তরুণী তাঁর বোনকে ফোন করলে তিনি এসে তাঁকে নিকটবর্তী সেন্ট জন হাসপাতালে ভর্তি করেন। পুলিশের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী এখন সুস্থ আছেন। সোমবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। কাজেও যোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে। পুলিশের অনুমান, ওই বাসচালকের সঙ্গে এই ঘটনায় দুষ্কৃতীদের যোগসাজশ থাকতে পারে।