ভারতের পুঁজিবাজারে অব্যাহত ভাবে সূচক কমছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম হ্রাস পেয়েছে।
লন্ডন ভিত্তিক ফিনান্সসিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শেয়ার বাজারে অব্যাহত ভাবে বিএসই সেনসেক্স এবং নিফটি-৫০ হ্রাস পাওয়ার পিছনে ভূ-রাজনৈতিক উত্তেজনা কাজ করঝে বলে মনে করা হচ্ছে।
দিন শেষে দেশটির শেয়ার বাজারে বিএসই সেনসেক্স ৩৮৩ পয়েন্ট বা ০.৭ শতাংশ কমে ৫৭,৩০০ পয়েন্টে অবস্থন করছে। এদিকে নিফটি-৫০ সূচক ১১৪ পয়েন্ট বা ০.৭ শতাংশ হারিয়ে ১৭,০৯২ এ শেষ হয়েছে।
ভারতের শেয়ার বাজারে টাটা স্টিল’র শেয়ারের দাম সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। কোম্পানির শেয়ারের দাম কমেছে ৩.৭ শতাংশ। টিসিএস, এসবিআই, ডাঃ রেডি’স র্যাবরেটরিজ, আইটিসি, ভারতি এবং এয়ারটেল এর শেয়ারের দামও কমেছে।
অন্যদিকে, বাজাজ ফিনসার্ভ এর শেয়ারের দাম বেড়েছে। অন্যন্যের মধ্যে এমঅ্যান্ডএম, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, সান ফার্মা’র শেয়ারের দাম বেড়েছে। তবে নিফটির অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিন শেষে নিফটি প্রায় ১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ