পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ারের পরিচালক আহসানুল কবির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আহসানুল কবিরের কাছে কোম্পানির মোট ৫৮ লাখ ৭২ হাজার ৯৪৮টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে এ শেয়ার বিক্রি করবেন।
অপরদিকে কোম্পানির কর্পোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেড ৬ লাখ ৬০ হাজার শেয়ার ক্রয় করবে। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস