বিদায়ী ২০২১ বছরে সৌদি আরবের পরিশোধিত পণ্য রফতানি আগের বছরের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে। রফতানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে ডিজেল ও জ্বালানি তেল। দেশটির সরকারি তথ্যে বিষয়টি উঠে এসেছে।
জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ জানায়, সৌদি আরবের প্রধান দুই রফতানি পণ্য ডিজেল ও জ্বালানি তেল। গত বছর দেশটি থেকে দৈনিক ১৩ লাখ ৪০ হাজার ব্যারেল করে এসব পণ্য রফতানি হয়।
মোট রফতানীকৃত পরিশোধিত জ্বালানি তেলের অর্ধেকই এসেছে ডিজেল বা গ্যাস অয়েল থেকে। এক বছরের ব্যবধানে পণ্যটির রফতানি বেড়েছে ৩৫ শতাংশ। গড় রফতানি হয়েছে দৈনিক ৬ লাখ ৮২ হাজার ব্যারেল। অন্যদিকে গত বছর জ্বালানি তেল রফতানি আগের বছরের তুলনায় ১১৭ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১ লাখ ৫৬ হাজার ব্যারেল।
তথ্য বলছে, গত বছর সৌদি আরব যে পরিমাণ ডিজেল উৎপাদন করেছে তার ৬১ শতাংশই রফতানি হয়েছে। ২০২০ সালে যা ছিল ৫১ শতাংশ। উৎপাদিত গ্যাসোলিন রফতানি হয়েছে ৩৩ শতাংশ। ২০২০ সালেও একই পরিমাণ রফতানি করা হয়। এদিকে গত বছর উৎপাদিত জ্বালানি তেলের ৩৭ শতাংশ রফতানি হয়েছে বলে জানা গেছে। ২০২০ সালে যা ছিল ২১ শতাংশ।
সানবিডি/এনজে