আফগানিস্তানকে ২১৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই ব্যর্থ হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল এবং মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির রাব্বি। রান পাননি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ ও।
বাংলাদেশ ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ।
ফজল হক ফারুকির করা দ্বিতীয় ওভারে লিটন (১) কট বিহাইন্ড ও তামিম (৮) লেগ বিফোর হয়ে ফিরে যান। পরের ওভারে এসে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুশফিককে (৩)। নিজের করা তৃতীয় ওভারে বোল্ড করে দেন অভিষিক্ত ইয়াসির রাব্বিকে (০)। এরপর সাকিব (১০) বোল্ড হন মুজিব উর-এর বলে এবং মাহমুদুল্লাহ আউট হন রশিদ খানের বলে ।
এর আগে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া ইব্রাহিম জাদরান (১৯), রহমত শাহ (৩৪), হাসমতুল্লাহ শাহেদি (২৮) ও মোহাম্মদ নবী (২০) ছোট ছোট ইনিংস খেলেন।
বাংলাদেশ দলের হয়ে মুস্তাফিজুর রহমান তুলে নেন তিন উইকেট। এছাড়া তাসকিন, শরিফুল ও সাকিব দুটি করে উইকেট নেন। মাহমুদুল্লাহ এক ওভার বোলিং করে একটি উইকেট দখল করেন।
এএ