ভারতের নদীয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী তার মাকে ফ্রাই প্যান দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
এডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে তার মা থালা-বাসন পরিষ্কার করতে বলেছিল এবং সেটি না করায় কিশোরীকে তার মা বকা দেয়ায় পরই এ ঘটনা ঘটিয়েছে ওই কিশোরী।
ওই কিশোরীকে ভারতীয় আইনের ৩০৪ ধারা আওতায় হত্যা মামলায় না দিয়ে বরং অপরাধমূলক হত্যাকাণ্ড দিয়ে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে নদীয়ার ৭৭ নং সেক্টরের ১৪ নম্বর অ্যার্পাটমেন্টে ওই কিশোরী প্রতিবেশীদের ডেকে বলেছিল তার মা আহত হয়েছে। প্রতিবেশীরা ওই নারীকে মাথায় ক্ষতসহ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নদীয়া থানার পুলিশ রনবিজয় সিং বলেন, ওই নারী তার মেয়েকে থালা-বাসন ধুতে বলেছিল। যখন সে একথা শুনেনি তখন তার মেয়েকে বকা দেয় এবং তাদের মধ্যে এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে ফ্রাই প্যান দিয়ে আঘাত করে।
পুলিশ আরও জানায়, ওই কিশোরী প্রথমে সত্য গোপন করার চেষ্টা করেছিল। সে পুলিশকে বলেছিল বাইরে থেকে হেঁটে আসার পর তার মাকে আহত অবস্থায় দেখে প্রতিবেশীদের খবর দিয়েছে সে।
কিন্তু পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসা করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে বাইরে থেকে কেউ ফ্লাটে প্রবেশ না করার বিষয়টি নিশ্চিত করে।
৩০ বছর বয়সী ওই নারী নদীয়ার একটি ফার্মে চাকরি করতেন। বিয়ের ৫ বছরের মাথায় স্বামীর সাথে আলাদা হয়ে যাওয়ায় মেয়েকে নিয়েই থাকতেন ওই নারী।
এ ঘটনায় নারীর ভাই তার ভাগ্নির নামে থানায় মামলা দায়ের করে। হত্যার কাজে ব্যবহৃত ফ্রাই প্যানটি ও পুলিশ উদ্ধার করছে।
এম জি