চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়।
বুধবার বিকেলে উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নিহতদের মরদেহ শাহরাস্তি থানায় নেওয়ার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনরা বাধা প্রদান করে। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার দাবি জানায়। এতে রাজি না হওয়ায় মরদেহ নিয়ে যাওয়ার সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।
প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ ৩ জনের মরদেহ নিয়ে থানায় চলে আসে। ময়নাতদন্ত শেষেই মরদেহ হস্তান্তর করা হবে। এ সময় দু’জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়েছি। তারা এখন চিকিৎসাধীন আছেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে চিতোষী-চাটখিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহপরান তুষার, শাকিল হোসেন ও রেজাউল এবং যশোর জেলার শার্শা থানার নয়ন ও গাজীপুর সদরের উত্তর খাইলপুর গ্রামের সাগর হোসেন নিহত হন।