যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে যখন সত্য জানবে, নিজেরাই তখন তাদের অবস্থান পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘের নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে জার্মানি সফর শেষ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে পৌছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে যা কিছু হচ্ছে সব ভুল তথ্যের কারণে। এসব বিষয়ে প্রবাসীদেরও কাজ করতে হবে। সরকার গঠন ও বদল সব কিছুই বাংলাদেশের জনগণের বিষয়।
পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘসহ বিভিন্ন বৈঠক এ যোগ দিয়ে মার্চের প্রথমে দেশে ফেরার কথা রয়েছে।
স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।