রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উইক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার সর্বশেষ ৫ তথ্য
ইউক্রেন বলছে, তারা '৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে' হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের বিমান ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন গেরাশচেঙ্কো বলেন, সামরিক সদর দপ্তর, বিমানবন্দর, কিয়েভ, খারকভ এবং ডিনিপারের কাছে সামরিক অস্রাগারগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছেও গোলাগুলির শব্দ শোনা গেছে।
সূত্র: এনডিটিভি
এএ