সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মামুন (২৫) ঘুশুরিয়া মোল্লাপাড়া এলাকার ময়নাল হকের ছেলে।
চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়া এলাকার যমুনা নদীতে মাছ ধরতে যায় মামুন। তখন বৃষ্টি নামলে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।