ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষ হচ্ছে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, সময় বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে কোম্পানি ও ইস্যু ম্যানেজার আবেদন করেছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। বিএসইসি অনুমোদন দিলে সময় বাড়বে; তা না হলে নিয়ম অনুযায়ী কালই আবেদনের সময় শেষ হচ্ছে।
এর আগে কোম্পানিটির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। এরপর গতকাল রোববার কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এর কার্যক্রমের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা ৪ সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগ।
গত বছরের ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় ডরিন পাওয়ারের আইপিও অনুমোদন দেওয়া হয়। বলা হয়, কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যে শেয়ার ইস্যু হবে।
এই অনুমোদনের পর ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওর চাঁদাগ্রহণের কথা ছিল কোম্পানিটির। তবে কয়েকজন বিনিয়োগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি আইপিওর চাঁদা গ্রহণের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরবর্তীতে বিএসইসি ১১ ফেব্রুয়ারি এ কোম্পানির আইপিওর চাঁদা গ্রহণ বন্ধ করতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয়।
কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ২টি সহযোগী কোম্পানির পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় করবে। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো