১৩ বছরেই মারা গেলো সেই ইউটিউব সেলিব্রেটি (ভিডিও)
আপডেট: ২০১৫-১০-০৬ ১৫:৫৯:৩৮

কাহিনীর শুরুটা এতদিনে প্রায় সকলের জানা। এক পরিবারের ভিডিও জনপ্রিয়তা রীতিমতো খবরের শিরোনামে থেকেছে ২০১০ সাল থেকে। সেই পরিবারের অন্যতম সদস্য কালেব সোমবার ফের একবার খবরের শিরোনামে। কারণ, মাত্র ১৩ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। পুরোনাম কালেব লোগান ব্রাটায়লে।
নিজেদের ইনস্ট্রাগ্রাম প্রোফাইলে ব্রাটায়লে পরিবার জানিয়েছে, মৃত্যু হয়েছে কালেবের। এই আকস্মিক মৃত্যুর জন্য গভীর শোকাহত ব্রাটায়লে পরিবার। তবে মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার করে বলা না হলেও জানানো হয়েছে, মৃত্যুর কারণ স্বাভাবিক।
প্রসঙ্গত, ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে নিজেদের পরিবারের ভিডিও পোস্ট করে হইচই ফেলেন ব্রাটায়লে পরিবার। সবকটি মজার ভিডিওয় দেখা যেত কালেব ও তাঁর দুই ছোট বোন অ্যানি ও হায়লেকে। সদ্য প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, কেবল ব্রাটায়লে পরিবারের ভিডিও’র দর্শকই ছিলেন ১ বিলিয়ন।
দেখুন কালেবের কয়েকটি ভিডিওর অংশবিশেষ…







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














