ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত এবং ধর্ষণবিরোধী আন্দোলনে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত আটকের দাবিতে মশাল মিছিল করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শতশত শিক্ষার্থী মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ধর্ষকদের আটক ও তাদের পরিচয় প্রকাশের দাবিও জানান তারা। ধর্ষণবিরোধী আন্দোলনে হামলায় মদদদাতাদের খুঁজে বের করার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, জড়িতদের আটকের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন এর মধ্যে কোনো ইতিবাচক খবর দিতে পারেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনে হামলাকারীদের শাস্তির আওতায় আনতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেন তারা।
ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পিয়াস সিকদার, অন্তর ও জীবন নামে তিনজনকে আটক করেছিল। এর বাইরে নতুন কোনো খবর পাওয়া যায়নি এ ঘটনায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বলেন, তারা দোষীদের শনাক্ত করতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘এ মামলার বিষয়ে এখনই কিছু বলব না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আপনাদের ভালো খবর দেব।‘