থাইল্যান্ডে চলতি সপ্তাহে কমে এসেছে চালের রফতানি মূল্য।ডলারের বিপরীতে থাই মুদ্রা বাথের দুর্বল অবস্থানের কারণে এক থেকে দেড় সপ্তাহের তুলনায় রফতানি মূল্যে নেতিবাচক দৃশ্য দেখা যায়। অন্যদিকে চাল রফতানির শীর্ষে থাকা অপর দেশ ভারতে দেখা গেছে ঠিক বিপরীত দৃশ্য। খবর বিজনেস রেকর্ডার।
থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য প্রতি টন দাঁড়িয়েছে ৪০০ ডলার। এক সপ্তাহ আগে এ মানের প্রতি টন চালের দাম ছিল ৪১০-৪২০ ডলার। ব্যাংকংভিত্তিক এক ব্যবসায়ী জানান, বাথ দুর্বল হওয়ার কারণে রফতানি মূল্য কমে এসেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে এমনটা ঘটেছে। অন্যদিকে ভারতের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ৩৭০-৩৭৬ ডলার। গত সপ্তাহে একই মানে প্রতি টন ভারতীয় চালের দাম ছিল প্রতিটন ৩৬৮-৩৭৪ ডলার।
এ বিষয়ে অন্ধ্র প্রদেশের এক ব্যবসায়ী বলেন, রুপির অবমূল্যায়ন সত্ত্বেও ভারতীয় চালের রফতানি মূল্য বাড়ছে। মূলত আফ্রিকা ও এশিয়ার ক্রেতাদের চাহিদার পরিমাণ ইতিবাচক থাকায় এ ঊর্ধ্বমুখী দৃশ্য দেখা যাচ্ছে।
একই সময়ে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য প্রতি টন দাঁড়িয়েছে ৩৯৫-৪০০ ডলার। এর আগের সপ্তাহে দেশটির একই মানের চালের দাম ছিল প্রতি টন ৪০০ ডলার। মূলত আমদানিকারকদের চাহিদা স্থিতিশীল থাকায় দেশটির চালের দামও স্থিতিশীল রয়েছে বলে জানান হো চি মিন শহরের এক ব্যবসায়ী।
সানবিডি/এনজে