গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আহমদনগর এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে শনিবার সকাল ১০টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ২১ বছর বয়সী আকাশ হোসেন রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। আর ১৮ বছর বয়সী সালমা আক্তার দিনাজপুরের পার্বতিপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তারা।
স্থানীয়দের বরাতে এসআই জানান, তিন মাস আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও সালমা। বিয়ের পর উপজেলার আহমদনগর এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন তারা। সালমা স্থানীয় কার্টন ফ্যাক্টরিতে চাকরি করেন, স্বামী আকাশ অটোরিকশা চালান।
তিনি আরও জানান, শুক্রবার রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান তারা। শনিবার সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় প্রতিবেশীরা জানালা খুলে তাদের মরদেহ ঝুলতে দেখে। পরে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন দেয়।
মৌচাক ফাঁড়ির পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছে। প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’