বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ঘটনায় ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এ নিয়ে গ্রেফতার হলেন ১০ জন। তাদের মধ্যে ৪ জন ধরা পড়েছে পুলিশের হাতে।
এদিকে, ঘটনার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে ৩য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরাও।
প্রসঙ্গত, বুধবার রাতে এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে তিন দিন ধরে সড়কে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।