বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে খয়রাবাদ সেতুর ঢালে জাটকাবিরোধী এ অভিযান পরিচালনা করে নৌপুলিশ।
এ সময় বরিশালের দপদপিয়া খয়রাবাদ সেতুর ঢালে নলছিটি জিরো পয়েন্ট এলাকায় একাধিক যাত্রীবাহী পরিবহণে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
এ বিষয়ে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান জানান, বরিশাল নৌপুলিশের জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহণে অভিযান চালানো হয়। এ সময় ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
পরে শনিবার বেলা ১১টায় বরিশাল পুলিশলাইনস মাঠে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
সানবিডি/এনজে