পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড আজ সোমবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৬৯ টাকা ৫০ পয়সা দরে। এদিন ৩ হাজার ৮৬১ বারে কোম্পানিটির ২৬ লাখ ৫৮ হাজার ৬৪৯ হাজারটি শেয়ার লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৭ পয়সা বা ৮ দশমিক ৪৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৪০ পয়সা দরে। আজ কোম্পানির ৪ লাখ ২০ হাজার ১৪৫টি ইউনিট ৫৮৮ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার দর বেড়েছে ৪৫ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, লিবরা ইনফিউশনস, ইস্টার্ন লব্রিকেন্টস, এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো