আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। তাকে এই ক্ষমতা দিয়ে সোমবার দুপুরে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয়া হয়েছে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে এসে এই চিঠি দেন। পরে আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, চিঠিতে ইউপি নির্বাচনে মনোনয়ন দানের ব্যাপারে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেয়া হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হল।
এর আগে ইউপি নির্বাচনে মনোনয়ন দানের ব্যাপারে দল থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ৭ দিনের মধ্যে জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন। আগামী ২২ মার্চ দেশের ৭৫২টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি।
সানবিডি/ঢাকা/এসএস