ইউক্রেনে চতুর্থ দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। রাশিয়ার দাবি, তারা ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। এছাড়া ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই পক্ষের মধ্যে চলছে ব্যাপক লড়াই। এর মধ্যে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, সংঘর্ষে এখন পর্যন্ত আনুমানিক রাশিয়ার চার হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে হান্না মালিয়ার একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সঠিক সংখ্যাটি স্পষ্ট করা হচ্ছে। এছাড়া দাবি করেন, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার প্রায় ১৪৬ টি ট্যাঙ্ক, ২৭ টি বিমান ও ২৬টি হেলিকপ্টার গুঁড়িয়ে দিয়েছেন।
তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা হয়নি।