ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধসহ নানা জটিলতায় ১৪ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চিপস পাথর আমদানি শুরু হয়েছে।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।
এ বিষয়ে হিলি পানামা পোর্ট লিংক হিলি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে বোল্ডার পাথরের আমদানি অব্যাহত থাকলেও গত ১৩ ফেব্রুয়ারি থেকে চিপস পাথর আমদানি বন্ধ ছিল। রোববার (২৭ ফেব্রুয়ারি) থেকে পুনরায় ভারত থেকে চিপস পাথর আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, ভারতে গেল ১২ ফেব্রুয়ারি থেকে ওভারলোডিং বন্ধসহ ট্রাকের পার্কিং চার্জ দিনে ১শ’ টাকার স্থলে ৪শ’ টাকা, হল্টেজ চার্জ সারাদিনে ৩০ টাকার পরিবর্তে ঘণ্টা প্রতি ৫০ টাকা করে নেওয়া শুরুর প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি থেকে চিপস পাথর রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।
সানবিডি/এনজে