চট্টগ্রামের বোয়ালখালীতে বিদেশ থেকে আসা ১৫ লাখ টাকার অকটেন, ডিজেল ও মবিল উদ্ধারসহ এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বোয়ালখালী উপজেলার চাঁন্দেরপাড়া এলাকায় তেলের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৮৪টি ড্রামে ৪ হাজার ২০০ লিটার ডিজেল, ১২ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১২০ লিটার মবিলসহ জানে আলম ওরফে বাচ্চুকে আটক করা হয়।
তিনি আরও বলেন, বাচ্চু দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে ডিজেল, অকটেন ও মবিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এনজে