পুঁজিবাজারে নিবন্ধিত স্বনামধন্য সিমেন্ট কোম্পানি এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড তার নাম পরিবর্তন করে “ক্রাউন সিমেন্ট পিএলসি” নামে নতুন নামকরণ করেছে। ব্যবসায়িক পরিকল্পনা এবং কোম্পানির উৎপাদিত পণ্যের (ব্র্যান্ডের) নামের সাথে সামঞ্জস্য রাখার কৌশল হিসেবে এই নাম পরিবর্তন করা হয়েছে। তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
কোম্পানিটি যেহেতু দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত, তাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ কোম্পানির নতুন নাম ও ট্রেডিং কোড পরিবর্তন অনুমোদন করেছে এবং সে অনুযায়ী উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানির নতুন নাম ও ট্রেডিং কোড পরিবর্তিত হয়েছে।
এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর যাত্রা শুরু করে “ক্রাউন সিমেন্ট” ব্র্যান্ড নামে সিমেন্ট উৎপাদন ও বিপণন করে আসছে। ব্যবসায়িক কৌশল ও পণ্যের গুণগত মানের কারণে ক্রাউন সিমেন্ট দেশীয় বাজারে সুপরিচিত একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে; পাশাপাশি বিদেশের বাজারেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানির সিংহ ভাগ মার্কেট শেয়ার ক্রাউন সিমেন্টের দখলে।
তবে যেহেতু কোম্পানিটি এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড নামে পরিচালিত হয়ে আসছিল, তাই অনেকেই “ক্রাউন সিমেন্ট” ব্র্যান্ডের সাথে সংযোগ স্থাপনে দ্বিধা-দ্বন্দে থাকতেন। তাই কোম্পানির নাম বনাম কোম্পানির পণ্যের (ব্র্যান্ডের) নামের সাথে সামঞ্জস্য নিয়ে আসার লক্ষ্যেই নাম পরিবর্তন করে “ক্রাউন সিমেন্ট পিএলসি” করা হয়েছে। এতে করে সকলেই কোম্পানি বনাম কোম্পানির পণ্য সম্পর্কে সহজেই জানতে ও বুঝতে পারবে।