বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে প্রেমিকাকে খুন করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
জয় বড়ুয়া বড়ুয়া পাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে এবং হত্যার শিকার অন্নেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।
ওসি হারুন বলেন, ‘দুজনই এবার এসএসসি পাশ করেছে। দুবছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্নেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়৷
রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্নেষাকে নিয়ে যায়। প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির ধরণ দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
রাত সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি।
পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।’