ইউক্রেনে ভয়াবহ আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। সরাসরি যুদ্ধে যোগ না দিলেও পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব ভাল মতোই টের পাচ্ছে মস্কো। এরইমধ্যে লাফিয়ে লাফিয়ে দাম কমছে দেশটির মুদ্রা রুবলের। সোমবার ডলারের বিপরীতে এর দাম কমেছে ৩০ শতাংশের কাছাকাছি। এরফলে বাংলাদেশি মুদ্রার থেকেও দাম কমে গেছে রুবলের। সোমবার এই রিপোর্ট লেখার সময় গুগল ফাইন্যান্স অনুযায়ী, বাংলাদেশি ১ টাকা কিনতে এখন খরচ করতে হবে রাশিয়ার ১ দশমিক ২৭ রুবল। এক মার্কিন ডলারের দাম এখন ১১৪ রুবলেরও বেশি।
পশ্চিমাদের নিষেধাজ্ঞার মূল লক্ষ্যবস্তু ছিল রাশিয়ান আর্থিকব্যবস্থা।
পশ্চিমা দেশগুলো বিশেষ করে, যুদ্ধ পরিচালনায় রাশিয়াকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম সংকুচিত করার টার্গেট হাতে নেয়। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ছিল আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রথমবারের মতো রাশিয়ান ব্যাংকগুলোকে সুইফট ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া। এর ফলে ব্যাংকগুলোর আর্ন্তজাতিক অর্থ লেনদেন কার্যক্রম অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। আর এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাতেই মূল্য হারাতে শুরু করেছে রুবল।
সানবিডি/এনজে