পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো আগামী সাত দিনের মধ্যে তাদের ওয়েবসাইটের তথ্য হালনাগাদ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মতিঝিলের দিলকুশাস্থ হোটেল পূর্বাণীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) যৌথ উদ্যোগে 'পুঁজিবাজারে মুদ্রানীতি ও রাজস্ব নীতির প্রভাব' শীর্ষক কর্মশালায় তিনি এই হুঁশিয়ারি দেন।
[caption id="attachment_185280" align="alignnone" width="700"] কর্মশালায় অতিথিরা[/caption]
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসইসি’র কমিশনার বলেন, পুঁজিবাজারের তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির এমডি ও চেয়ারম্যান তাদের শেয়ার বিক্রি করে দিলেও এখনো ওয়েবসাইট তথ্য হালনাগাদ করা হয়নি। কয়েকটি কোম্পানির এমডি মারা গেছে সেটাও হালনাগাদ করা হচ্ছে না। পাশাপাশি আর্থিক প্রতিবেদন গত কয়েক বছর আগের পুরানো তথ্য দেখানো হচ্ছে। দুই মাস আগে একবার বলেছি, আজ আবারও বলছি আগামী সাতদিনের মধ্যে কোম্পানিগুলোর তথ্য হালনাগাদ করতে অন্যত্থায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কমিশন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের ক্ষতি হয়, এমন কোনো সিদ্ধান্ত কমিশন নেবে না। সবার আগে বিনিয়োগকারীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই নেগেটিভ ইক্যুইটি সমন্বয় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য বর্তমান কমিশন সর্বাত্মক সচেষ্ট রয়েছে। অপ্রয়োজনীয় ও অমূলক তথ্যে বিশ্বাস না করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীনতার ৫০ বছরের ব্যবধানে অবস্থানের পরিবর্তন হয়েছে। তার সঙ্গে এই খাত তাল মিলিয়ে চলেছে কি না, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এখন মুদ্রাস্ফীতি, সুশাসন ও খেলাপি ঋণে বিশেষভাবে নজর দেওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংকের।
বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর পরিচালনায় ও সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, সিরডাপের গবেষণা পরিচালক ড. মোহাম্মাদ হেলাল উদ্দিন, বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ