বীমা খাতের আধুনিকায়ন করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০২ ০৯:১৩:১৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নত বিশ্বের মতো বীমা ব্যবস্থা দেশে চালু হোক, সেটা আমরাও চাই। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বীমা খাতের আধুনিকায়ন করতে হবে। মানুষকে বীমার প্রতি আগ্রহী করে তুলতে আরও প্রচার দরকার বলে।’

মঙ্গলবার ‘জাতীয় বীমা দিবস-২০২২’-উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির অনুমতি দিয়েছে। এগুলো আরও কার্যকর করতে হবে। আমরা স্বাস্থ্যবিমা চালু করতে চাই। এজন্য কাজ শুরু করতে হবে।’

এসময় বীমা জনপ্রিয় করাসহ এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অনেকেই ব্যবসা করতে গিয়ে বিমা করে। এরপর ভুল বা অসত্য তথ্য দিয়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রিমিয়াম থেকে টাকা দাবি করে। হয়তো এই দাবি সঠিক নয়। এসব বিষয়ে আমাদের সর্তক হতে হবে। যারা এসব পরীক্ষা করে তাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে। তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকে বড় ক্ষতি করে না দেখায়।

প্রধানমন্ত্রী বলেন, ৬ দফা দাবি কোনো বিশেষজ্ঞদের নিয়ে নয়। জাতির পিতা নিজেই এটি প্রণয়ন করেছিলেন।

এম জি