চলতি মৌসুমে হন্ডুরাসের কফি রফতানি কমার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০১ ১৪:০৬:১৭

বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি হন্ডুরাস।চলতি মৌসুমে দেশটির কফি রফতানি কমার পূর্বাভাস মিলেছে। এ মৌসুমে অনেক খামারি লোকসানের আশঙ্কায় স্বল্প পরিমাণ কফি আবাদ করেছেন। পাশাপাশি পাতাপোড়া রোগের কারণে ফলনেও বিপর্যয় দেখা দিয়েছে। এসব কারণে কফি বিন উৎপাদন বর্তমানে কমতির দিকে। পরিস্থিতি বিবেচনায় দেশটির কফি ইনস্টিটিউট রফতানি পূর্বাভাস কমিয়েছে। খবর নাসডাক।
এ বিষয়ে হন্ডুরান কফি ইনস্টিটিউট বোর্ড জানায়, মধ্য আমেরিকার বৃহৎ কফি রফতানিকারক দেশটি চলতি মৌসুমে ৫০ লাখ ৭৪ হাজার ৬২১ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন করবে। মৌসুম শেষে রফতানি করা হবে ১৫ লাখ ৮৪ হাজার ২৬৮ ব্যাগ। গত মৌসুমের তুলনায় রফতানি ১৪ দশমিক ৩ শতাংশ বাড়লেও আগের পূর্বাভাসের তুলনায় কমবে ১২ দশমিক ৮ শতাংশ।
হন্ডুরান কফি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিগুয়াল পন বলেন, পাতাপোড়া রোগের কারণে এ অঞ্চলের কফিচাষীরা দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। এছাড়া প্রতিকূল আবহাওয়ায় আবাদ ব্যাহত হচ্ছে। চাষীরা লোকসান এড়াতে আবাদের পরিমাণ কমিয়ে এনেছেন। এ কারণে সংশ্লিষ্টরা যতটা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে রফতানি কমবে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













