২৩ সালে মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশে: আইসিসি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৩-০২ ১১:১১:০৬

আগামী বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির প্রধান নির্বাহী (সিইও) জিওফ অ্যালার্ডিস প্রথমবার শুরু হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেন।
তিনি আশা প্রকাশ করেন, মেয়েদের ক্রিকেটের শক্তিশালী পাইপলাইন তৈরি করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
আইসিসি বলছে, মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের জন্য বিশ্বব্যাপী তাদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম হবে। এই টুর্নামেন্টটি প্রতিভা অন্বেষণের সহায়তা করবে। সব ক্রিকেট বোর্ডের জন্য তাদের জাতীয় নারী দল বাছাইয়ে মেয়েদের ক্রিকেটকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়ার বড় ধাপ হবে।
শুধু তাই নয়, ওই বছরের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকায় হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। আগামী শুক্রবার (৪ তারিখ) থেকে নিউজিল্যান্ডে শুরু হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












