৩ শতাংশ বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০২ ১৪:৪৬:০৪


রাশিয়া সঙ্গে ইউক্রেনের চলমান সংঘাতের কারণে মালয়েশিয়ান পাম অয়েলের দাম মঙ্গলবার সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির দৃশ্য দেখেছে। ইউক্রেনের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা ও ভোজ্যতেলের চাহিদা মেটানোর জন্য কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দিকে সরে আসার ফলে এমনটা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

রাশিয়ার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইউক্রেনের বন্দরগুলো পরিচালনা কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে দেশটির মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। বিশ্বব্যাপী উৎপাদিত সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদিত হয় কৃষ্ণ সাগরীয় অঞ্চলে এবং নৌপথটি ব্যবহার করে পণ্যটির ৭৬ শতাংশ রফতানি সম্পন্ন হয়।

এ পরিস্থিতিতে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহের জন্য পাম অয়েলের বাজার আদর্শ চুক্তির মূল্য ২০৬ রিঙ্গিত বা ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। ফলে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৫০৫ রিঙ্গিত (১ হাজার ৫৫১ ডলার ৪০ সেন্ট)। স্পট মার্কেটে পাম অয়েলের দাম প্রতি টন ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫০ রিঙ্গিত (১ হাজার ৮৪৮ ডলার ৩২ সেন্ট)।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়া অয়েলের চুক্তি মূল্য ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে, একই সঙ্গে পাম অয়েলের বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়া অয়েলের চুক্তি মূল্য বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

কার্গো সার্ভেয়ারের দেয়া তথ্য অনুসারে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান পাম অয়েলের রফতানি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ থেকে ৯ দশমিক ৬ শতাংশ।

সানবিডি/এনজে