
বর্তমানে রাশিয়া বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক দেশে। কিন্তু দেশটি সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশ্ববাজারে ব্যবহারিক ধাতুটির সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন উদ্বেগে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
এ বিষয়ে বাজার পর্যবেক্ষকরা জানান, অ্যালুমিনিয়াম উৎপাদন পুরোপুরিভাবেই জ্বালানিনির্ভর। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম লাফিয়ে বাড়তে শুরু করে। বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। প্রাকৃতিক গ্যাসের দামও যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চে উঠে আসে। জ্বালানি পণ্যের এমন মূল্যবৃদ্ধির কারণে ইউরোপের অনেক বিগলন প্রতিষ্ঠানই অ্যালুমিনিয়াম উৎপাদন বন্ধ করে দিয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে আনছে। জ্বালানি সংকটের প্রভাবে রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতাও কমতে পারে।
এদিকে শুধু অ্যালুমিনিয়ামই নয়, ধাতুটির কাঁচামাল নিকেলের বাজারও বিপর্যয়ের মুখে পড়েছে। অ্যালুমিনিয়ামের মজুদ ও চীনে রফতানি প্রবাহ নিয়ে আশঙ্কার পারদ ভারী হচ্ছে। এ পরিস্থিতিতে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে গত বৃহস্পতিবার নিকেলের সরবরাহ চুক্তি হয়েছে ইতিহাসের সর্বোচ্চ দামে।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেলের মূল্য দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৬ ডলার ৮০ সেন্টে। একদিনের ব্যবধানে দাম বাড়ল ২ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া এক বছরের ব্যবধানে ধাতুটির মূল্য ২৬ দশমিক ১ শতাংশ বেড়েছে।
এদিকে এপ্রিলে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম বিপত্সীমার ওপরে অবস্থান করছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২২ হাজার ৯৫০ ইউয়ানে। একদিনের ব্যবধানে ধাতুটির দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ।
সানবিডি/এনজে