সিরিজ জয়ের লক্ষ্যে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১০:২৮:০৩


বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ এই ফরম্যাটে ১২৩টি ম্যাচ খেলেছে। মাত্র ৪৩টিতে জিতেছে। সবকটি জয় দুর্বল দলের বিপক্ষে। ৭৮টি ম্যাচে তারা হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে টাইগাররা। হেরেছে চারটিতে।

নিজেদের মাঠে সুবিধাজনক উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে পারলেও এশিয়ার দলগুলোর বিপক্ষে খুব কম ফলই আনতে পেরেছে বাংলাদেশ।

গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যাশা অবশ্যই জয়। টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দিনে, যে কেউ জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ফোকাস শুধু কালকের ম্যাচে। আমরা শুরুটা ভালো করতে পারলে অন্যদের জন্য সুবিধা হবে।’

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ বিকেল ৩টায়। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ মার্চ।

বাংলাদেশের স্কোয়াড:

মাহমুদুল্লাহ, লিটন কুমার, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহেদী হাসান, ইয়াসির আলি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

টি-টোয়েন্টি স্কোয়াড:

রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দরবেশ রসুল, মোহাম্মদ নাবি, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমাদ মালিক।