চাপে পড়া বাংলাদেশকে টানছেন লিটন-আফিফ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৩-০৩ ১৬:৫৩:৩০

আফগানিস্তানের সাথে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে আছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুরুতেই চেপে ধরেছে আফগানিস্তান। লিটন দাস ছাড়া বাকি কেউই ইউকেটে থিতু হতে পারেননি।
টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষিক্ত মুনিম শাহরিয়ারকে পাঠানো হয় ইনিংস ওপেন করানোর জন্য। মোহাম্মদ নাঈম তো নিজেই অভিজ্ঞ।
কিন্তু এই দুই ওপেনার হতাশ করলেন। ১০ রানের জুটি গড়ার পরই বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। ২ রান করে আউট হয়ে যান নাঈম। মুনিম শাহরিয়ার আশা জাগিয়েছিলেন ৩টি বাউন্ডারি মেরে। কিন্তু তিনিও রশিদ খানের ঘূর্নিতে বিভ্রান্ত হয়ে আউট হলেন ১৮ বলে ১৭ রান করে।
অভিজ্ঞ সাকিব আল হাসান আউট হয়ে গেলেন ৫ রান করে। একটি জুটি গড়া খুবই প্রয়োজন। সেটাই হচ্ছে না। নিয়মিত বিরতিতে একের পর উইকেট হারাচ্ছে শুধু বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও হতাশ করলেন। ৭ বলে ১০ রানের একটি ইনিংস খেলে আজমাতউল্লাহ ওমরজাইয়ের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১। ৫২ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস। ২২ রান নিয়ে ব্যাট করছেন আফিফ হোসেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












