

নারী ওয়ানডে বিশ্বকাপের অভিষেক জয়ে রাঙাতে গিয়েও পারল না টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে হারল বাংলাদেশ। বল হাতে অসাধারণ পারফরম্যান্সের পর ওপেনারদের দারুণ সূচনায় জয়ের আশা জাগায় বাংলাদেশ। এরপরেই আচমকা ব্যাটিং ধ্বসে ৩২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ৬৯ রান তুলে ফেলে দুই টাইগ্রেস ওপেনার। তবে প্রোটিয়া বোলার আয়োবোঙ্গা খাকার বিধ্বংসী স্পেলে ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের। মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ৪৯ ওভার ৩ বলে ১৭৫ রানে অলআউট হয়ে যায় জ্যোতির দল।
এর আগে নিউজিল্যান্ডের ডানেডিনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করে। দক্ষিণ আফ্রিকাকে ৪৯.৫ ওভারে ২০৭ রানে অলআউট করে দেয়।
প্রোটিয়া নারীদের পক্ষে ওপেনার লরা ওলভার্ট ৪১ রান, ছয়ে নামা মারিজ্যান ক্যাপ ৪২ রান এবং সাতে নামা ক্লো ট্রাইইয়ন ৩৯ রান করলে দুইশ পেরোয় দলটি। টাইগ্রেসদের পক্ষে ফারিহা তৃষ্ণা ৩ উইকেট নেন। পাশাপাশি জাহানারা ও রিতুমণি নেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও রুমানা আহমেদের শিকার ১টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই টাইগ্রেস ওপেনার শামীমা ও শারমীন ৬৯ রানের জুটি গড়েন। শামীমা আয়োবোঙ্গার বলে ২৭ রানে বোল্ড হয়ে ফিরতেই ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। খাকাই ৯ বলের ব্যবধানে তুলে নেন ৩টি উইকেট।
অপর ওপেনার শারমীনকে ব্যক্তিগত ৩৪ রানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন খাকা। একই ওভারে চারে নামা মুরশিদাকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো টাইগ্রেসরা ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। সপ্তম উইকেটজুটিতে রিতু ও জ্যোতি ৫৩ রানের জুটি গড়ে আবার জয়ের আশা দেখান। তবে ৯ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারীরা। রিতু ২৭ ও অধিনায়ক জ্যোতি করেন ২৯ রান।
প্রোটিয়াদের পক্ষে খাকা ৩২ রানে নেন ৪টি উইকেট। এছাড়াও মাসাবাতা ক্লাস নেন ২টি উইকেট। বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে আগামী ৭ মার্চ ভোর ৪টায় একই মাঠে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।